আজকে আমরা দেখবো কিভাবে উইন্ডোজ7 ১০ এবং ১১ এ সিস্টেম কনফিগারেশন চেক করা যায় ।
হ্যালো কি করছো আজকে আমরা দেখবো কিভাবে উইন্ডোজ7 10 এবং 11 e সিস্টেম কনফিগারেশন চেক করা যায়...
১)প্রথমেই আমরা দেখে নিব কিভাবে উইন্ডোজ ইলেভেন এর সিস্টেম কনফিগারেশন টা চেক করা যায় তার জন্য আমি চলে যাব স্টার্ট মেনুতে...
২) স্টার্ট মেনুতে ক্লিক করার পর আমরা কি করব সেটিংস আইকনে।
৩) সেটিংস এ ক্লিক করার পর আমরা ডান পাশ থেকে একটু নিচের দিকে চলে যাবে নিচের দিকে যাওয়ার পর আমরা ক্লিক করব এবাউট আইকেন।
৪) এবাউট আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আমাদের যে সিস্টেম কনফিগারেশন টি রয়েছে রেম প্রসেসর সহ সকল ধরনের তথ্য এখানে চলে আসবে এখান থেকে আপনাদের উইন্ডোজ এক্টিভেট রয়েছে কিনা সেটিও চেক করে নিতে পারবেন।
এখন আমরা দেখে নিব আপনি যদি উইন্ডোজ টেন ব্যবহারকারী হয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনি সিস্টেম কনফিগারেশন টি কিভাবে চেক করবেন
১) তার জন্য আপনারা চলে যাবেন স্টার্ট মেনুতে স্টার্ট মেনুতে যাওয়ার পর মাউস থেকে রাইট ক্লিক করবেন আপনাদের স্টার্ট টি স্ক্রিনের বামপাশে থাকবে। এখান থেকে চলে যাবেন সিস্টেম অপশনে।
সিস্টেম অপসনে চলে যাওয়ার পর পূর্বের ন্যায় আপনাদের সামনে ফুল কনফিগারেশন টি ওপেন হয়ে যাবে।
** এখন আমরা দেখব windows7 সহ যে কোন windows অপারেটিং সিস্টেম থেকে কিভাবে সিস্টেম কনফিগারেশন টি চেক করা যায় তার জন্য আমরা কি বোর্ড থেকে প্রেস করব উইন্ডোজ প্লাস আর (win+r) তারপর কমান্ড বক্সে লিখবো CMD তারপর enter বাটন প্রেস করবো।
enter প্রেস করার পর আমাদের সামনে একটি টার্মিনাল ওপেন হবে, এখানে লিখবো systeminfo তারপর enter বাটন প্রেস করবো।
কিছুক্ষণ লোডিং হওয়ার পর আমাদের কম্পিউটার এর কনফিগারেশনটি আমাদের সামনে চলে আসবে।
Post a Comment