Header Ads

How set 4g only in any phone 2022 bangla tutorial | the sigma tech





হ্যালো বন্ধুরা,
আজকে আমরা দেখবো কিভাবে সবসময় ৪জি তে কানেক্ট থাকা যায়।
আমরা আনেকে ৪জি ডাটাপ্যাক কিনে থাকি কিন্তু সবসময় ৪জি নেট পায় না, সেক্ষেত্রে মোবাইলের ব্যলেন্স কেটে নেয়
---আবার অনেকের নেট স্পিড অনেক কম থাকে।

এই সমস্যার সমাধানের জন্য আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিবো দারুন একটি এপ্পস এর --- যার মাধ্যমে আপনারে যেখানেই থাকেন না কেন কখনও ৪জি নেটওয়ার্ক ছারবে না।
আলটাইম ৪জি তে কানেক্ট থাকতে পারবেন।

তারজন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে, সার্চ করবেন ৪জি অনলি লিখে , নিচে এপ্পস টি চলে আসছে। এপস টি ইনস্টল করে নিবেন। তারপর ওপেন এ ক্লিক করুন ।


 তারপর সেট ৪জি অনলি তে এ  ক্লিক করুন - নেটওয়ার্ক টাইপ থেকে সিলেক্ট করে দিবেন এলটীই অনলি। 




হয়ে গেলো ৪জি সেট। এখন আপনি যেখানেই থাকেন না কেন  কখনো ৪জি ছাড়বে না ।




তবে এই এপ্পস এর একটি সমস্যা রয়েছে  ৪জি চালু থাকা কালিন আপনার সিম ওয়ানে কোনো কল আসবে না । তাই ব্যাবহার শেষে আবার সেটিংস টি অফ করে নিবেন , তার জন্য lte/wcdma আপশনটি সিলেক্ট করে নিবেন।
 
ধন্যবাদ সাথে থাকার জন্য।

No comments

Powered by Blogger.